স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উপস্থিতিতে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি রকিবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক শাহিনসহ উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।