আসন্ন ৪নং গোমতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ আক্তার হোসেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালের দিকে সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় স্থানীয় ভোটার মোঃ মোস্তফা জানান, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকতার হোসেন একজন সৎ মেধাবী ও জনবান্ধব ব্যক্তি, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে আকতার হোসেন ভাইকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের যে কোন বিপদ- আপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখেছেন আকতার হোসেন।
মেম্বার প্রার্থী আক্তার হোসেন বলেন, আমি জনগনের মনোনীত প্রার্থী হয়ে ৬নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি, ইনশাআল্লাহ ৬নং ওয়ার্ডে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী ১১ নভেম্বর বিপুল ভোটে জয়ের আশাবাদী।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।