মাটিরাঙ্গা উপজেলার ৪নং গোমতী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার প্রার্থীরা ভোটারদের সাথে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আসন্ন ৪নং গোমতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান ০১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবদুল সালাম।
স্থানীয় ভোটাররা জানান, ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুল সালাম একজন সৎ মেধাবী ও জনবান্ধব ব্যক্তি, সাধারণ মানুষের যে কোন বিপদ- আপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখেছেন আবদুল সালাম।
মেম্বার পদপ্রার্থী আবদুল সালাম বলেন, আমি নেতা নয়, সেবক হতে চাই। জনগনের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে আমি আমার ০১নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করে যাবো ইনশাআল্লাহ, জনগণের ব্যাপক সারা পাচ্ছি, আমি আশাবাদী আগামী ১১ নভেম্বর সাধারণ জনগণের রায়ে আমি বিপুল ভোটে জয়ী হবো।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।