ব্যাংকিং সেবা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাটিরাঙ্গা এজেন্ট আউটলেট বিনিয়োগ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
(২১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা খায়ের সওদাগরের বাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাটিরাঙ্গা এজেন্ট আউটলেট ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
ব্যাংকটির খাগড়াছড়ি শাখার জুনিয়র ইউনিট অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মাটিরাঙ্গা এজেন্ট আউটলেট মোঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ খাগড়াছড়ি শাখার ম্যানেজার সাইফুদ্দিন আহমদ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খাগড়াছড়ি শাখার ইউনিট অফিসার প্রকল্প কর্মকর্তা মোঃ ওবায়দুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুদমুক্ত লেনদেন করার প্রত্যয়ে ইসলামী ব্যাংক পল্লী এলাকায় বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গায় প্রথম বারের মতো ইসলামী ব্যাংক একাউন্টের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে । ইসলামী ব্যাংকের এই বিনিয়োগ কার্যক্রমের সাথে যুক্ত সদস্যরা শিশু পুরস্কার, বেকারত্বরোধে আত্মকর্মসংস্থামুলক প্রশিক্ষণ, জিপিএ-৫ প্রাপ্ত ছেলে-মেয়েকে শিক্ষাবৃত্তি, সদস্যদের পরিবারে কেউ মৃত্যুবরণ করলে দাপন কাপন এর জন্য ইসলামী ব্যাংক কতৃক ২৫০০ টাকা পাবেন বলে মন্তব্য করেন ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ইসলামী ব্যাংকের যে উদ্দেশ্য তা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে হয়তো এই এলাকার মানুষ উপকৃত হবেন। তিনি এলাকাবাসীকে ইসলামী ব্যাংক এর বিনিয়োগ কার্যক্রমে অংশ নেয়ার আগে ভালভাবে নিয়মকানুন বুঝে নেয়ার আহবান জানান।
ইসলামী ব্যাংক মানুষের আর্থিক উন্নয়নের জন্য কাজ করে আসছে উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ব্যাংক খাগড়াছড়ি শাখার ম্যানেজার সাইফুদ্দিন আহমদ বলেন, ব্যাংক থেকে ঋন নিয়ে শুধুমাত্র বাজার খরচ করলেই হবে না, ঋনের টাকা দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্ভী হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাটিরাঙ্গা এজেন্ট আউটলেট ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাটিরাঙ্গা এজেন্ট আউটলেট শাখা সেবা দিয়ে সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে আছি, অনাগত দিনে বিনিয়োগ কার্যক্রমের সহযোগিতায় আমি সবসময় আপনাদের পাশে থাকবো।